আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন রিফাত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাডভোকেট রিওয়ানুল ফেরদৌস চৌধুরী রিফাত।
রোববার (৩ আগস্ট) বিকেলে সমিতির নিজস্ব ভবনে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান।