২০ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ২২:১৯, ১৯ জুলাই ২০২৫

রোলস রয়েস দুর্ঘটনায় মাসকো গ্রুপের মালিকের ছেলেসহ আহত ৪

রোলস রয়েস দুর্ঘটনায় মাসকো গ্রুপের মালিকের ছেলেসহ আহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে রোলস-রয়েস কোম্পানির বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি ‘স্পেক্টার’ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে চালকসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেল আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

আহতরা হলেন: মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরের ছেলে আহমেদ আরিফ বিল্লাহ (৪২), আরিফের ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ (২৬), রুম্মন হোসেন (৪২) ও রোমান আহমেদ (৪২)। এদের মধ্যে রুম্মন ও রোমানের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি তরিকুল বলেন, বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে রওয়ানা হয়েছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এ সময় চারজন আহত হন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেওয়ায় গাড়িটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং চালকের আসনে থাকা আরিফ বিল্লাহ গুরুতর আহত হয়েছেন।”

তবে আরিফসহ বাকিরা আশঙ্কামুক্ত বলে জানান তরিকুল।

তিনি বলেন, “দুর্ঘটনার পর গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। গাড়িটির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক আছে কিনা তা যাচাই-বাছাই চলছে।”

প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়