০৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৭, ৩ আগস্ট ২০২৫

ডিআইটিতে ‘জুলাই-আগস্ট কর্নার’ উদ্বোধন

ডিআইটিতে ‘জুলাই-আগস্ট কর্নার’ উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে ‘জুলাই-আগস্ট কর্নার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় ডিআইটি মসজিদের পাশে এই কর্নারটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ (পীর সাহেব খুলনা)।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আব্দুল মজিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে যেসব শহীদ ও আহতরা স্বৈরাচারবিরোধী সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের আত্মত্যাগ এদেশে ফ্যাসিবাদ দূরীকরণে অনন্য অবদান রেখেছে। আল্লাহ তাআলা তাদের শহীদী মর্যাদা দান করুন।’

মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনের প্রেরণায় আমরা আগামীতে দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গঠনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কোন দুর্বৃত্তপন্থী ও ফ্যাসিস্ট গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়