০৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩০, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৪১, ৩ আগস্ট ২০২৫

চালককে কুপিয়ে টাকা-মোবাইল লুট, ছিনতাইকারী আটক

চালককে কুপিয়ে টাকা-মোবাইল লুট, ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে পার্কিং করা একটি কভার্ডভ্যানে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হামলা চালিয়েছে একদল ছিনতাইকারী। চালককে কুপিয়ে গুরুতর আহত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

আহত চালক মো. মোস্তফা মিয়া (৩৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরলাই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

পথচারীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে শহরের বাবুরাইল এলাকার শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে জুয়েল আহমেদ (৩৫), নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আহত চালক মোস্তফা মিয়া জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসের মাল তুলতে যাচ্ছিলেন। সে উদ্দেশ্যে গাড়িটি জেলা কারাগারের পাশে পার্ক করে অপেক্ষা করছিলেন। এসময় একদল ছিনতাইকারী তার কভার্ডভ্যান ঘিরে ফেলে। একজন ছুরি হাতে তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপরও তারা পিঠ থেকে কোমর পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

চালকের হেলপার আব্দুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোস্তফাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং একজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পথচারীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাইনবোর্ড থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্র নিয়মিত সক্রিয় রয়েছে। তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ইজিবাইকে ছিনতাই চালায়। ছুরির ভয় দেখিয়ে পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে প্রতিনিয়ত।

তারা জানান, মামলা করলে হয়রানির ভয়ে অনেকে থানায় অভিযোগ করেন না। তবে কয়েকটি চেকপোস্ট ও নিয়মিত পুলিশি টহল চালু হলে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সর্বশেষ

জনপ্রিয়