বিজয় মিছিল সফল করতে ইসলামী আন্দোলনের যৌথ সভা

জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আগামী ৫ আগস্ট খতমে কুরআন, দোয়া, গণজমায়েত ও বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করতে মঙ্গলবার (৩০ জুলাই) বাদ আসর নগর কার্যালয়ে এক যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, যুব আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম শাহীন আদনান, শিক্ষক ফোরাম নগর সভাপতি আলতাফ হোসেন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যাদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে সংঘটিত হয়েছে, সেই শহীদদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। কাজেই ইতিহাস ও আত্মত্যাগকে সম্মান জানাতেই এ আয়োজন।’