মদনপুর-মদনগঞ্জ সড়ক সংস্কারের দুই দফা দাবি নিয়ে ডিসির সঙ্গে বৈঠক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কার ও নিরাপদ চলাচলের দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন ছাত্র ও এলাকাবাসীর প্রতিনিধি দল।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন এই সড়কের দুরবস্থার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
প্রতিনিধিরা বৈঠকে দুই দফা দাবি উপস্থাপন করেন—নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার পদত্যাগ এবং পুরো সড়কটি দ্রুত পূর্ণাঙ্গভাবে সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।
বৈঠকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, জনগণের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হৃদয় ভুঁইয়া জানান, জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন যে আগামীকাল (৩ আগস্ট) থেকেই মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারকাজ শুরু হবে। প্রতিনিয়ত একটি সংস্কার গাড়ি সড়কে নিয়োজিত থাকবে যাতে যেকোনো গর্ত বা ভাঙা অংশ তাৎক্ষণিকভাবে সংস্কার করা যায়।
জেলা প্রশাসক আরও জানিয়েছেন, মদনপুর-মদনগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মেহেবুবা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সাবেক সদস্য সচিব হৃদয় ভুঁইয়া, জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত অন্তু, বন্দর উপজেলার সাবেক আহ্বায়ক তানভির জিসান, সাবেক মুখ্য সংগঠক স্বাধীন, মাহমুদুল, মিরাজ, হাফেজ, সিয়াম, এনসিপি নেতা আলিফ মাহমুদ, ছাত্রদল নেতা সিফাত ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী জিহাদি।