ডিএনডি জলাবদ্ধতা নিরসনে গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে দুই দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি দল।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ এক সময়ের কৃষিনির্ভর অঞ্চল ছিল। ৬০-এর দশকে খাদ্য উৎপাদন বাড়াতে পাকিস্তান আমলে গৃহীত হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ প্রকল্প। সেই প্রকল্পের উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন। কিন্তু বর্তমানে ডিএনডি এলাকায় শিল্প ও আবাসনের প্রসারের ফলে কৃষিজমি হারিয়ে যাচ্ছে, জলাবদ্ধতা বেড়েছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।”
তিনি বলেন, “২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প বসিয়ে জলাবদ্ধতা লাঘবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু বিগত স্বৈরশাসকের আমলে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তব কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
সমাবেশ শেষে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, “জলাবদ্ধতা নারায়ণগঞ্জের দুই দশকের পুরনো সমস্যা। আমি নিজেই এলাকা পরিদর্শন করে একটি টিম গঠন করি এবং তাদের রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, “২৯ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৬টি স্থানে প্রায় ৯২ কিলোমিটার খাল রয়েছে, যার মধ্যে ১৭ কিলোমিটার সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এর মধ্যে ৬ কিলোমিটার সিটি করপোরেশনের আওতায় রয়েছে।”
তবে প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, বর্তমানে যেসব এলাকায় পানি জমে আছে তা প্রকল্প এলাকার বাইরে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন, “এই প্রকল্পের নামই ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা প্রকল্প। পুরো এলাকা প্রকল্পের আওতায়। কাজেই তারা যদি বলে প্রকল্প এলাকার বাইরে, তাহলে তারা মিথ্যা বলছে।”