২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৯, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য জেলা প্রশাসনের দোয়া-প্রার্থনা

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য জেলা প্রশাসনের দোয়া-প্রার্থনা

ঢাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার আহ্বানে বাদ জোহর জেলা কালেক্টরেট জামে মসজিদসহ জেলার সব মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলার বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল ধর্মের মানুষের অংশগ্রহণে সম্মিলিতভাবে প্রার্থনার আয়োজন করা হয়েছে।"

প্রসঙ্গত, সোমবার রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং আহত হন আরও অনেকে। দুর্ঘটনাটি সারা দেশে শোকের ছায়া ফেলেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়