২৩ জুলাই ২০২৫

প্রকাশিত: ২১:০১, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক

মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখা। 

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাড়স্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সদস্য সচিব সম্ভুনাথ দে, হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি শ্রী পরশ হাজরা ও শ্যামল দাস, সিনিয়র সহ-সভাপতি শ্রী রতন দাস, প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত, সহ-প্রচার সম্পাদক শ্রী রাম মোদক, সহ-সমাজসেবা সম্পাদক শ্রী প্রীতম দাস, সদস্য শ্রী নীরব চক্রবর্তী ও শ্রী সৃজন দাস। 
সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস ও প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “উত্তরার স্কুলে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক, যা পুরো বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা হিন্দু ছাত্র মহাজোট পরিবার শোকাহত। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।”

সংগঠনটির প্রচার সম্পাদক বলেন, “যে শিশুদের তাদের বাবা-মা আগুনের কাছাকাছি যেতে নিষেধ করতেন, সেই আগুনই আজ তাদের জীবন কেড়ে নিয়েছে। আমরা মর্মাহত ও শোকাহত। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
 

সর্বশেষ

জনপ্রিয়