২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:০৬, ২২ জুলাই ২০২৫

মারধরের পর যুবলীগ সভাপতিকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

মারধরের পর যুবলীগ সভাপতিকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় দুই শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শাহিন মারধরের হাত থেকে বাঁচতে ওই বাসার বাথরুমে গিয়ে তালা মেরে আত্মগোপন করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তালা ভেঙে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদের ছুটিতে তিনি তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসায় আশ্রয় নেন।

এ খবর পেয়ে সোমবার রাতে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে ছাত্রদলের একদল নেতাকর্মী ওই বাড়ি ঘিরে ফেলে। তাকে গণপিটুনি দিয়ে আটক করা হয়।

পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “মেহেদী হাসান শাহিন বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। তাকে আটক করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ

জনপ্রিয়