২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৮, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:০০, ২০ জুলাই ২০২৫

পাখিদের বিশ্রাম ও খাদ্য নিশ্চিত করতে ডিসির জামগাছ রোপণ 

পাখিদের বিশ্রাম ও খাদ্য নিশ্চিত করতে ডিসির জামগাছ রোপণ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ডিএনডি খালের লেকপার্ক সংলগ্ন চার কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট। রবিবার (২০ জুলাই) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

মানুষের পাশাপাশি পাখিদের বিশ্রাম ও খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে একটি জামগাছ রোপণ করে জেলা প্রশাসক অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদান করেন।। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “নিম, কৃষ্ণচূড়া, কদম ও জামসহ দেশীয় ফলজ ও ছায়াদার বৃক্ষরোপণের মাধ্যমে শুধু বাস্তুসংস্থান নয়, এই এলাকা পর্যটন সম্ভাবনাও তৈরি করবে।” তিনি জানান, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় ইতোমধ্যে জেলায় এক লক্ষতম গাছ রোপণ সম্পন্ন হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট এবং তাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, নতুন করে আরও ৮০০ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের ম্যানেজার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত ফোকাল পারসন এবং নারায়ণগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ

জনপ্রিয়