মাইলস্টোন ট্রাজেডিতে নিহতরা শহীদ: মামুন মাহমুদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মামুন মাহমুদ বলেন, “আমি দুদিন যাবৎ অনলাইনে যাচ্ছি না। নিহত শিশুদের মা-বাবার আহাজারি সহ্য হয় না। বাসা থেকে বের হতে পারিনি, ভাষা হারিয়ে ফেলেছি। এত এত বাবা-মায়ের কান্না একজন বাবা, একজন মা হিসেবে সহ্য করা যায় না। পাষাণ হৃদয় পর্যন্ত কেঁপে যায়।”
তিনি আরও বলেন, “আমাদের ছাত্রদল, যুবদলের ছেলেরা হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে আছে। গতকাল সিদ্ধিরগঞ্জ থেকে ১৫ জন হাসপাতালে গিয়েছে। সারাদেশে বিএনপির পক্ষ থেকে দোয়া হচ্ছে। আমরা জনগণের দুঃখ-দুর্দশায় পাশে আছি, সবসময় থাকবো। সমবেদনা জানানোর ভাষা নেই, তবু পাশে থাকার চেষ্টা করছি।”
বিমান দুর্ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত করে মামুন মাহমুদ বলেন, “এ বিমান এখান দিয়ে না উড়ে পতেঙ্গা পাঠিয়ে দেওয়া যেত। তাহলে এই ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত। প্রশাসনের কেউ কি নেই, যিনি এসব খেয়াল রাখবেন? সচিবালয়ে কারা ঢুকেছে, সেটাও তদন্ত করে বের করতে হবে। আমাদের প্রশাসনকে আরও দায়িত্বশীল ও দক্ষ হতে হবে।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।