এবার স্কুলের উন্নয়নে পাশে দাঁড়ালেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিল্পপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ। স্থানীয়দের অনুরোধে তিনি বিদ্যালয়টিতে তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজখবর নেন এবং বিদ্যালয় ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাসুদুজ্জামান মাসুদ তার প্রতিনিধি মনির হোসেন সরদারকে দেওভোগের ওই বিদ্যালয়টিতে পাঠান। তারা বিদ্যালয় ভবনটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিকসহ এলাকাবাসী।
স্থানীয়রা বলেন, তাদের পক্ষ থেকে মাসুদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয় ভবনটির বিষয়ে জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন। গত শনিবার এই সাক্ষাতের সপ্তাহ পেরোনোর আগেই তিনি স্থানীয়দের অনুরোধে সাড়া দিয়ে প্রকৌশলীকে খোঁজখবর করতে পাঠিয়েছেন।
তারা বলেন, “মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের সন্তান। ওনাকে আমরা অভিভাবক হিসেবে কাছে পেয়েছি। উনি বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন এবং করছেন। তাই আমরাও স্কুলের করুণ অবস্থার কথা তাকে জানিয়েছিলাম। উনি দ্রুতই তাতে সাড়া দিয়েছেন।”
মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ সমাজসেবা ও ক্রীড়াঙ্গণে নিজেকে নিয়োজিত রেখেছেন। এক সময় তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর সরাসরি রাজনীতির মাঠে তিনি না থাকলেও নেপথ্যে থেকে বিভিন্ন সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে ছিলেন বলে জানান সমর্থকরা।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে এ বিএনপি নেতা ও ব্যবসায়ী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী, ঈদ পুনর্মিলনীর আয়োজনে বিভিন্ন দল-মতের লোকজনের সমাগম ঘটিয়ে বেশ আলোচনায় এসেছেন। তার আহ্বানে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও সাড়া দিয়েছেন।