২৩ জুলাই ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:০০, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২২:০৩, ২২ জুলাই ২০২৫

বন্দরে সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের মতবিনিময়

বন্দরে সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের মতবিনিময়

বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমানের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫টায় মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, বন্দর থানার সভাপতি মো. আবুল হোসেন, সেক্রেটারি আব্দুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, বন্দরে ইতোমধ্যে ইসলামী আন্দোলনের তিনজন নেতাকে হামলা করে গুরুতর আহত করা হয়েছে। তারা হলেন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেন, বন্দর পূর্বের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ২২নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক।

তিনি বলেন, এভাবে চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্বারা যদি একের পর এক মানুষ নির্যাতনের শিকার হয় তাহলে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে সেটা সহজে অনুমান করা যায়। আমরা চাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গঠন করতে।

নেতৃবৃন্দ সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে উদ্ভুত পরিস্থিতি যাতে উন্নতি হয় সে ব্যাপারে সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়