২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৬, ২২ জুলাই ২০২৫

নাসিক ও রেলওয়ের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাতিলের দাবি

নাসিক ও রেলওয়ের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাতিলের দাবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সই হওয়া এক সমঝোতা স্মারকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন’। তারা বলেছে, এই স্মারক বাস্তবায়িত হলে সোহরাওয়ার্দী সড়ক ১৪ ফুট সংকুচিত হয়ে পড়বে, যার ফলে পুরো শহরের যানচলাচল অচল হয়ে যেতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস বিবৃতিতে সংগঠনটির আহবায়ক রফিউর রাব্বি জানান, ২০২৩ সালের ১৮ এপ্রিল স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের কপি তাদের হাতে এসেছে। স্মারক অনুযায়ী, শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতুর জন্য প্রয়োজনীয় রেলওয়ের জায়গার বিনিময়ে, সিটি করপোরেশন রেলওয়েকে ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের জন্য শহরের একনং রেলগেট থেকে দুইনং রেলগেট পর্যন্ত (সোহরাওয়ার্দী সড়ক) দক্ষিণ পাশে ১৪ ফুট সড়ক হস্তান্তর করবে।

নাগরিক আন্দোলন বলছে, এই সড়ক রেলস্টেশন, নদীবন্দর, বাস টার্মিনাল ও দেশের বৃহত্তম রঙ-সূতা বাজার টানবাজারে যাওয়ার একমাত্র সংযোগ সড়ক। এর গুরুত্ব অপরিসীম। তারা মন্তব্য করে, “এমন সিদ্ধান্ত যে কোনো প্রতিষ্ঠান নিতে পারে, তা আমাদের বোধগম্য নয়। এটি নারায়ণগঞ্জবাসীর জন্য আত্মঘাতী পদক্ষেপ।”

বিবৃতিতে আরও বলা হয়, কদমরসুল সেতুর পশ্চিম অংশের র‌্যাম্প নারায়ণগঞ্জ কলেজের সামনে হলে শহরবাসীর দুর্ভোগ বাড়বে। এর মধ্যে সোহরাওয়ার্দী সড়কের ১৪ ফুট অংশ রেলওয়েকে দিলে সড়কটি একমুখী (ওয়ানওয়ে) হয়ে যাবে। বর্তমানে দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলো আগেই রাস্তা সংকুচিত করে ফেলছে, ফলে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরজীবন স্থবির হয়ে পড়বে।

সংগঠনটি অভিযোগ করে, এমন একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাগরিকদের মতামত ছাড়া, এককভাবে নেওয়া হয়েছে। তারা বলেন, “জনগণের মতামত উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কোনো প্রকল্প নারায়ণগঞ্জবাসী মেনে নেবে না এবং হতে দেবে না।”

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এই সমঝোতা স্মারক অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়