ইসলামী ঐক্যজোটের সমাবেশে ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার আহ্বান

ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, দ্রুত সময়ের মধ্যে “জুলাই সনদ” প্রকাশ ও বাস্তবায়ন, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জাকির হোসাইন কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন মুফতী সালমান রফিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদী এবং মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
বক্তারা বলেন, “আমাদের সোনার ছেলেরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দেশ থেকে ফ্যাসিবাদী শক্তির চির অবসান। কিন্তু দুঃখজনকভাবে আবারও সেসব অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। প্রশাসনের জানা থাকা সত্ত্বেও হামলার ঘটনা প্রমাণ করে তারা কতটা ব্যর্থ ও দুর্বল।”
তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন বা চাঁদাবাজি। কিন্তু এখনো সেই পুরনো অন্যায়-অবিচার চলছে। এসব প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।”
বক্তারা দ্রুত সময়ের মধ্যে “জুলাই সনদ” প্রকাশ এবং কার্যকর করার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী ঐক্যজোট জেলা সহ-সভাপতি মাওলানা আলী আহমাদ, মুফতী সাঈদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মুফতী আবু ইউসুফ, খেলাফত মজলিসের মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী ঐক্যজোট সোনারগাঁও থানা সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান, সাধারণ সম্পাদক মুফতী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাহমুদ, এবং ইসলামী ছাত্র ফোরামের জেলা সভাপতি আসেম আল-হুসাইন প্রমুখ।