নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আরাফাত (১২) নামের এক মাদ্রাসা ছাত্র গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে তার পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
আরাফাত খানপুর বৌ-বাজার এলাকায় অবস্থিত মারকাজুল দাওয়াতি কোরআন মাদ্রাসার ছাত্র। তার পিতা আব্দুল্লাহ জানান, ৩ মার্চ ভোর ৫টায় আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে যায় এবং এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয়টি তাদেরকে মঙ্গলবার সকালে জানায়, তারপর থেকেই অনেক খোঁজাখুঁজির পরেও আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরাফাতের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। তার সন্ধান পেলে ০১৯২৭-৯৮৭৮৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





































