১৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৩, ১৬ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে এক মাসেও খোঁজ মিলেনি স্কুলছাত্র বিজয়ের

সোনারগাঁয়ে এক মাসেও খোঁজ মিলেনি স্কুলছাত্র বিজয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয় ইসলামের (১০) কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে হারিয়ে হতাশায় দিন পার করছে পরিবার। স্থানীয় পর্যায়ে খোঁজাখুঁজি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হলেও বিজয়ের অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

গত ১৮ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিজয়। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-সাদা ডোরা কাটা গোল-গলা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। সে কাঁচপুরের মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু স্থানীয়ভাবে সেলসম্যান হিসেবে কাজ করেন। মা এসতেমা আক্তার চম্পা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে। পরিবারটি বর্তমানে কাঁচপুরের জিলানী মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় ১৯ অক্টোবর সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বলেন, “১৮ অক্টোবর বিকেলে ছেলেটা বাড়ির পাশেই চেঙ্গাইল ফ্যান কারখানার সামনে বালুর মাঠে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। আশেপাশে অনেক খোঁজার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। ১৯ অক্টোবর থানায় জিডি করেছি, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।”

সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা এসতেমা আক্তার চম্পা। তিনি বলেন, “আমার মানিক কোথায় আছে জানি না। এক মাস হয়ে গেল, তবুও তাকে খুঁজে পেলাম না। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চাই।”

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ বিজয়ের সন্ধান পেলে বিজয়ের বাবার মোবাইল নম্বর ০১৭৬৬১৩৪৪৩৭ ও ০১৮৩৩৯৭৯৭৯৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “বিজয়ের পরিবার থানায় জিডি করেছে। তার সন্ধানে জেলার সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়