২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ডাকাতি প্রস্তুতির অভিযোগ এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গত বুধবার (২৮ জানুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার আলাল মিয়ার ছেলে মো. জিদান (১৯), যার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; মাদারীপুর জেলার শিবচর থানার মৃত সোনা মিয়ার ছেলে মো. শামছুল আলম (৪০), যার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মো. শামীম (২৮), যার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং সুমিলপাড়া এলাকার শামসের গাজীর ছেলে মো. সুমন (২৯)।

এছাড়া চুরি মামলায় বরিশাল জেলার কোতোয়ালি থানার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাজিব হাওলাদার রাসেল (৪২) এবং মালিবাগ থানার জামাল ইসলামের ছেলে মো. জহির ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়।

ডাকাতি প্রস্তুতির মামলায় সিদ্ধিরগঞ্জ থানার নুর ইসলামের ছেলে মাহে আলম (৩২) এবং বন্দর থানার মো. কাশেমের ছেলে মো. হৃদয়কে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়