২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:০৪, ২৯ জানুয়ারি ২০২৬

উস্কানিমূলক ডর-ভয়কে পরোয়া না করার আহ্বান শাহ আলমের

উস্কানিমূলক ডর-ভয়কে পরোয়া না করার আহ্বান শাহ আলমের

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম ভোটারদের উদ্দেশে উস্কানিমূলক ডর-ভয় উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “উস্কানিমূলক ডর-ভয় কোনো কিছুতেই পরোয়া করবেন না। আমরা প্রত্যাশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে। কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার নয়।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফতুল্লা ইউনিয়নের কোতালেরবাগ, সস্তাপুর ও বাংলাদেশ খাদ (পাকিস্তান খাদ) এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “এই সরকারের উদ্দেশ্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি বিশ্বাস করি এলাকার জনগণ উন্নয়নের স্বার্থে হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।”

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করবো। এটা আমার এলাকা, আমি এই এলাকার সন্তান। তাই এলাকার সমস্যাগুলো আমি জানি। প্রশাসনিক ক্ষমতা পেলে ব্যাপকভাবে উন্নয়ন করা সম্ভব হবে। কোনো ধরনের তছরুপ হবে না, কোনো অর্থ বরাদ্দের চুরি হবে না—এই কথা আমি দিচ্ছি।”

তিনি বলেন, “আপনারা পারিবারিকভাবে আমাদের চেনেন। আমি জনসেবার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি। আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতা পেলে সকল সমস্যা সমাধান করা সম্ভব, ইনশাআল্লাহ।”

শেষে শাহ আলম বলেন, “স্বতন্ত্র প্রার্থী মানেই সর্বদলীয়, এলাকার ও জনগণের প্রার্থী। আমার মার্কা হরিণ। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই এবং এলাকার উন্নয়নের স্বার্থে হরিণ মার্কায় একটি ভোট চাই।”

সর্বশেষ

জনপ্রিয়