২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১৮, ২৯ জানুয়ারি ২০২৬

প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তবমুখী উন্নয়ন করবো: ইসমাঈল সিরাজী

প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তবমুখী উন্নয়ন করবো: ইসমাঈল সিরাজী

নারায়ণগঞ্জ-৪ আসনের বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই পথসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

পথসভায় মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। এমন কোনো প্রতিশ্রুতি দেব না, যেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনারা বক্তাবলীবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। আমরা এই অবস্থার পরিবর্তন চাই, আপনাদের জন্য বাস্তবভিত্তিক কাজ করতে চাই। এই কারণেই আমরা বলছি- প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তবমুখী উন্নয়ন করবো।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ওমর ফারুক, সমন্বয়কারী আমান উল্লাহ, সহকারী সমন্বয়কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ কামাল হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসাইনসহ দলের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়