কুতুবপুরে শাপলা কলির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী ব্যানার রাতের আধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শাপলা কলি প্রতীকের ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এসব ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কিছু স্থানে শাপলা কলি প্রতীকের ব্যানার ঢেকে তার ওপর বিএনপি জোট প্রার্থী মনির কাসেমীর খেজুর গাছ প্রতীকের ব্যানার সাঁটানো হয়েছে।
এ বিষয়ে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই নির্দিষ্ট সংখ্যক ব্যানার টানানো হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালে কুতুবপুরের একাধিক স্থানে শাপলা কলির ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। পাশাপাশি খেজুর গাছ প্রতীকের ব্যানার দিয়ে আমাদের ব্যানার ঢেকে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “শাপলা কলির জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।”
এ প্রসঙ্গে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, “নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমাদের নেতাকর্মী, সংগঠক এবং নারী সংগঠকদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে ব্যানার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তবে এসব করে শাপলা কলির জনপ্রিয়তা কমানো যাবে না। জনসমর্থনের জোয়ার ঠেকানো সম্ভব নয়। ভোটাররা ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন।”





































