গোগনগরে বাসদ প্রার্থী সেলিম মাহমুদের পথসভা ও গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম মাহমুদ গোগনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পথসভা ও নির্বাচনী গণসংযোগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) তিনি দিনব্যাপী এসব এলাকায় পথসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গাবতলী অঞ্চলের নেতা হাসনাত কবির, ফতুল্লা বাসদের নেতা জামাল হোসেন, আবুল বাশার, ছাত্র ফ্রন্টের জেলা সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রধান সংকটগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, মশার উপদ্রব, ধুলা ও ধোঁয়ার সমস্যা। তিনি অভিযোগ করে বলেন, “বিগত দিনগুলোতে এই আসনের কোনো এমপিই জনগণের এসব মৌলিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেননি। নির্বাচিত হলে এসব সংকট নিরসন করাই হবে আমার প্রধান কাজ।”
তিনি আরও বলেন, “প্রতিটি নির্বাচন সামনে এলেই রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। ফলে জনগণ বারবার প্রতারিত হয়েছে। তাই অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচন যেন অতীতের মতো না হয়, এটাই আজ সাধারণ মানুষের প্রত্যাশা।”





































