২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৩২, ২৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫:

শহরে ট্রাক প্রতীকের প্রার্থী নাহিদের গণসংযোগ

শহরে ট্রাক প্রতীকের প্রার্থী নাহিদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন শহরে নির্বাচনী গণসংযোগ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু করে নিতাইগঞ্জ ও টানবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তার প্রতীক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগে গণঅধিকার পরিষদের নেতা আরেফিন, পারভেজসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রচারণা কার্যক্রমে সহযোগিতা করেন।

সর্বশেষ

জনপ্রিয়