১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৮, ১৩ আগস্ট ২০২৫

আওয়ামী লীগ নেতার হয়রানি থেকে বাঁচতে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ নেতার হয়রানি থেকে বাঁচতে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনের নির্যাতন ও হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকার ও তার স্ত্রী মারজিয়া খাতুন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা বিষয়টি প্রকাশ করেন। এ ঘটনায় তারা নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রবাসী দম্পতি জানান, দীর্ঘ ২৩ বছর ইতালিতে থেকে উপার্জিত অর্থে ২০১৭ সালে সিদ্ধিরগঞ্জে ৬ শতাংশ জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করেন তারা। প্রথমে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ঠিকাদার হিসেবে কাজ নিলেও নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অতিরিক্ত টাকা দাবি করায় তার কাছ থেকে কাজ ফিরিয়ে নেন তারা। এরপর থেকেই নাজিম উদ্দিন তাদের উপর নানা ধরণের হয়রানি শুরু করেন। মিথ্যা মামলা, হুমকি, কাজ বন্ধ রাখা, বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, পাম্প বসাতে বাধা, ভাঙচুর ও চুরি- যা চলতে থাকে দীর্ঘ ৮ বছর।

তারা অভিযোগ করে বলেন, থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি, কারণ অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠজন হওয়ায় পুলিশ ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও হয়রানি বন্ধ হয়নি বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে মারজিয়া খাতুন বলেন, “আমরা প্রবাসে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। তাহলে আমরা কেন নিজেদের দেশে এসে নিজের দেশের মানুষ দ্বারা হয়রানির শিকার হবো? আমারাতো কারো কোন ক্ষতি করছি না। আমরা কেন অবমূল্যায়িত হবো? আমরা কি শান্তিতে দেশে এসে বসবাস করতে পারবো না?

সাহাবুদ্দিন সরকার বলেন, “নাজিম উদ্দিন এখনও হুমকি দিচ্ছে, দেশে এলে আমাকে গুম করে দেবে এবং বিদেশে ফেরত যেতে দেবে না। আমরা এর সঠিক বিচার চাই।”

সর্বশেষ

জনপ্রিয়