০৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৩, ৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনারগাঁ ছাত্রদলের দোয়া ও বৃক্ষরোপণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনারগাঁ ছাত্রদলের দোয়া ও বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “২০০৮ সালের পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব কুক্ষিগত করা হয়েছিল, তার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গত পনেরো বছর ধরে বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীন লড়াই করে যাচ্ছেন। ছয় বছর অন্ধকার কারাগারে থেকেও তিনি অধিকার আদায়ের সংগ্রাম ছেড়ে দেননি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তার সন্তান হারিয়েছেন। আজ দেশের ১৮ কোটি মানুষ তার জন্য দোয়া করছে। এভারকেয়ার হাসপাতালের দিকে সারা দেশের মানুষের দৃষ্টি। জনগণের দোয়ায় ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পথ প্রদর্শন করবেন।”

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সভাপতি সাদিয়া আক্তার মিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথি ও ছাত্রদল নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়