বন্দরে বেগম রোকেয়া দিবসে র্যালি ও আলোচনা সভা
“নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ শিবানী সরকার। সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ডা. রফিক আবেদীন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বন্দর মডেল প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এসএম শাহীন, গ্রাম আদালতের সমন্বয়ক সীমা আক্তারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও সচেতনতা জরুরি। পাশাপাশি ডিজিটাল যুগে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় মহীয়সী নারী বেগম রোকেয়ার কর্মময় জীবন ও সমাজ উন্নয়নে তাঁর অবদানের স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।





































