০৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২৯, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩৩, ৯ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার মীরগাঁদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরগাঁদাই এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেনসহ তাদের অনুসারীরা দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার সহযোগীদের নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার টাকা দাবি করেন। বাদল টাকা দিতে অপারগতা জানালে টেডা ইকবাল তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা বাদলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এই ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়