০৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৪, ৯ ডিসেম্বর ২০২৫

তৈমুরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তৈমুরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জের মুসলিম একাডেমির উদ্যোগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সিনিয়র আইনজীবী ড. তৈমুর আলম খন্দকারের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর মসদাইর বাজারস্থ মুসলিম একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুসলিম একাডেমির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ পাঠের আয়োজন করা হয়। উপস্থিত সকলে ড. তৈমুর আলম খন্দকারের দ্রুত সুস্থতা কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, আবু সিদ্দিক ভূঁইয়া, মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, মোঃ নুরুল ইসলাম খান, মাকছুদুল আলম খন্দকার, খসরু নোমান, শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, মোঃ আব্দুল হালিম, শাহ্ আলম ভূঁইয়া, মোঃ রবিউল আলম খান (ররু), নাজমুল কবির নাহিদ, মোঃ মনির হোসেন খাঁন, ডাঃ মোঃ নূরুল হক, শাহজাহান আহম্মদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইয়াসির সুলতান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়