ভাড়াটিয়ার সঙ্গে হাতাহাতিতে বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে হাতাহাতির ঘটনায় আবুল বাশার (৭০) নামে এক বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজন এক বছরের বেশি সময় ধরে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তবে গত তিন মাস ধরে তারা ভাড়া পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে তাদের প্রায়ই বাগবিতণ্ডা হতো।
সোমবার রাতে ভাড়াটিয়া সোহাগ বাসার মূল গেট বন্ধ দেখে বাড়িওয়ালার ছেলে নাফিজ (৩৫)-কে গেট খুলে দিতে বলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে নাফিজের ভাই বাধন (৩২) ঘটনাস্থলে এসে ভাড়াটিয়ার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী ও মা এবং বাড়িওয়ালা আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার পড়ে গিয়ে আহত হন। তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ধাক্কাধাক্কির সময় সোহাগের স্ত্রীর কোলে থাকা তাদের আট মাস বয়সী সন্তানও পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘তিন মাসের ভাড়া না দেওয়া নিয়ে এই ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে বাড়িওয়ালাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন এবং পরে মারা যান। ইতোমধ্যে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।’