বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নারায়ণগঞ্জের বন্দরে রোববার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বন্দরের ঐতিহাসিক সিরাজ উদ-দৌলা ক্লাব মাঠ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। বন্দরের থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা কমান্ডার জসিমউদ্দিন তোতার এবং উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আহ্বায়ক শিবানী সরকার ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বন্দরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার, আব্দুল আজিজ, আলী আক্কাস মীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খান, প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য রোকসানা রহমান সামিয়া প্রমুখ।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।





































