প্রভাতকে দেখতে গেলেন এনসিপি নেতারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও নিউ জেনারেশন্স বাংলাদেশ-এনজিবির আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত দীর্ঘদিন ধরে অসুস্থ।
গত সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তিনি ঢাকা মগবাজার ইনসাফ বারাকাহ জেনারেল হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মেহরাব হোসেন প্রভাত সকলের কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) তাকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়ণগঞ্জ জেলার এনসিপির সিনিয়র সদস্য সোহেল খান সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































