সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।
এর আগে রোববার ভোরে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মোঃ আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)। তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।





































