১৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৭, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৩০, ১৩ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫

রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫
সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফুটবল খেলা চলাকালীন ‘বিতর্কিত’ একটি গোলকে কেন্দ্র করে দু’পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে রূপসী স্পোর্টিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোর্টিং ক্লাব প্রতিযোগী ছিলেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান। এছাড়াও তারাব পৌর যুবলীগের আহ্বায়ক আফজাল কবির স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ওসি সবজেল বলেন, খেলা চলাকালীন একটি গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে তর্কের জেরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়