১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার ও নতুন কমিটি ঘোষণা

ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার ও নতুন কমিটি ঘোষণা

ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) উদ্যোগে ‘বৈজ্ঞানিক সেমিনার-২০২৫ ও নতুন কমিটি ঘোষণা’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ডেঙ্গু ও ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয় এবং আগামী ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) চাষাড়া মিস্টার বুফেতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান বলেন, “আমাদের পেশা থ্যাংকনেস জব; যেকোনো বিষয়ে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমাদের সম্মান যেন আমরা ধরে রাখতে পারি।”

তিনি এফডিএস-এর অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোঃ আবুল বাশার, জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জহিরুল ইসলাম, ডা. আল ওয়াজিদুর রহমান, মার্জিয়া রহমান মিতু, মশিউর রহমান অপু ও ডা. জহিরুল ইসলাম।

সেমিনারের মূল আকর্ষণ ছিল ফতুল্লা ডক্টরস সোসাইটির কার্যকরী কমিটি-২০২৬-এর পরিচিতি। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন উপদেষ্টা ডা. মোঃ আলী আশরাফ খান, ডা. মোস্তাফিজুর রহমান, সভাপতি ডা. এম.এ সালাম, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুন নূর সায়েম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুন্নাহার পলি, ডা. মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম রাহাত, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক ডা. রহমত উল্লাহ ভূঁইয়া (রতন)।

ফতুল্লা ডক্টরস সোসাইটির উপদেষ্টা ডা. আলী আশরাফ খান নারায়ণগঞ্জ জেলায় একটি ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান।

তিনি বলেন, “বিগত দিনে নারায়ণগঞ্জে ক্যান্সার মেডিকেল কলেজ হয়নি, আশা করি নতুন সরকার ও স্থানীয় উদ্যোগে এটি বাস্তবায়িত হবে।”

সর্বশেষ

জনপ্রিয়