বন্দরে নারীসহ ৪ পলাতক আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ শনিবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলো কুড়িপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন (৩৫), ফুলহর এলাকার হাজী আলাউদ্দিন মিয়ার ছেলে, চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ ওরফে টুক্কা (৩৭), সালেহনগর এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরমাল ওরফে গাড়ী ফরমাল (২৮) ও স্বল্পের চক এলাকার মৃত সাহাবদ্দিন মিয়ার মেয়ে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনিকা ওরফে রিংকি (২৫)।
গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় তামিল অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল।





































