সোনারগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ আল জিনাত।
সভায় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশ গঠনে তাঁদের অবদান এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।





































