ভোটে পেশীশক্তি ব্যবহারের শঙ্কা গণসংহতির তরিকুলের
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আগের নির্বাচনগুলোর মতো এবারও দখল, পেশিশক্তি ও অর্থের প্রভাব বজায় থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তরিকুল সুজন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে—এ নিয়ে আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমত হলো, আগের নির্বাচনগুলোর মতোই পরিস্থিতি থাকবে। অর্থাৎ দখল, পেশিশক্তি ও টাকার প্রভাব বহাল থাকবে। আমরা পরিবর্তন আশা করলেও কাঙ্ক্ষিত সেই পরিবর্তন এখনো কেউ দেখতে পাচ্ছে না। সত্যিকার অর্থে আমিও তা দেখতে পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছিল, তার মধ্য দিয়ে আমরা নতুন করে একটি সূচনা হবে বলে আশা করেছিলাম। ৫ আগস্টের পর মানুষের মনে ব্যাপক আশা তৈরি হয়েছিল- তারা ভেবেছিল নতুন কিছু ঘটবে। কিন্তু ১৬ মাস পেরিয়ে গেলেও বাস্তবে নতুন কিছুই দেখা যায়নি।”
অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এটিকে কেউ কেউ একটি সুযোগ হিসেবে দেখেছে এবং সেই সুযোগ থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে। কিন্তু রাষ্ট্রের কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি। কেবল ব্যক্তি বিশেষের পরিবর্তন ঘটেছে।”
একাত্তরের প্রসঙ্গ টেনে তরিকুল সুজন বলেন, “একাত্তরে আমরা যা হারিয়েছি তা অপূরণীয়। জাতির সবচেয়ে যোগ্য ও মেধাবী সন্তানদের হারানোর ক্ষয়ক্ষতির খেসারত আমরা এখনো দিয়ে যাচ্ছি। তবে সমাজে আমরা একটি নতুন পুনর্গঠন চাই, যার মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা সভাপতি দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইলিয়াস আহমদ, গণ অধিকার পরিষদ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





































