দল থেকে ন্যায় বিচার না পেয়ে আল্লাহ’র কাছে বিচার চাইলেন টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় অবদানের পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে ধরেছেন। বুধবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে দলীয় ত্যাগ-নির্যাতনের অভিজ্ঞতা ও বঞ্চনার অভিযোগ তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন— “দলের জন্য ত্যাগ শিকার (স্বীকার) করে, জুলুম নির্যাতন সহ্য করে, মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়ে, জেলে খেটে, পরিবারকে বঞ্চিত করে ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে, নাঃগঞ্জ মহানগর এলাকায় সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করে ও মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছি এবং সর্বশেষ ২০২৪ সনে ৫ই আগষ্ট শেখ হাসিনার পতন না হতো ও যে ফাঁসি হাসিনার হয়েছে, তা উল্টো আমাদের হতো এবং অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে, তারপরও যেহেতু দল থেকে ন্যায় বিচার পাই নাই। আল্লাহ তোমার কাছে ন্যায় বিচার চাই, বিচার চাই।”
টিপু দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাভোগ, অত্যাচার-নির্যাতন ও আন্দোলনে ভূমিকা রাখার পরও তিনি দলের কাছ থেকে প্রত্যাশিত ন্যায়বিচার পাননি। তাই বিচার চেয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।





































