ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
তিনি বলেন, আগের রাতে দশটার দিকে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকল ছয়টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়।
তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।





































