১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ১৩ নভেম্বর ২০২৫

বন্দরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

বন্দরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

বন্দরে যাত্রীবাহী হামিদ পরিবহনে ডাকাতির প্রস্তুতি চলাকালীন ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারদের বন্দর থানার দায়েরকৃত ১৮(১১)২৫নং মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো: বন্দর থানার মুরাদপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে আবুল বাসার ওরফে বাদশা (৩০) ও একই থানার কেওঢালা এলাকার জহির মিয়ার ছেলে মাসুদ (২৯)।
এই ঘটনায় রোকেয়া হামিদ পরিবহনের ম্যানেজার লিখন ওরফে হাসান বাদী হয়ে ১০ ডাকাতসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৫টায় বন্দর থানার মদনপুরের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বাসে ডাকাতির চেষ্টা হয়েছিল। পুলিশ ধৃতদের কাছ থেকে কিছু লুণ্ঠিত মোবাইল সেট এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি কাঠের বার্টযুক্ত হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

মামলার তথ্য অনুযায়ী, রোকেয়া হামিদ পরিবহনের নাটোর-ব-১১-০০২৬ রুটে যাত্রী নিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে মোগড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। ভোর ৫টার দিকে বাস কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দুই আসামী দেশীয় অস্ত্রসহ বাসে উঠে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে জিম্মি করে নগদ ৩,৫০০ টাকা, দুইটি মোবাইল সেট ও হেলপারের ব্যবহারকৃত মোবাইল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বিষয়টি পুলিশকে ফোন করে জানান। পুলিশ গত বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টায় অভিযানে তাদের গ্রেপ্তার করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, “গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ বাসে উপস্থিত হয়েছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।”

সর্বশেষ

জনপ্রিয়