১৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ১৪ নভেম্বর ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে যুবলীগ নেতা ফজলে রাব্বীকে (৩০) গ্রেপ্তার করেছে। ধৃত ফজলে রাব্বী বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২২ জুলাই ২০২৪ সালে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করার জের ধরে যুবলীগ সমর্থিতরা সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় ইমরানসহ তাদের গ্রুপ ২৩টি অটোরিকশা, চার্জার ও একটি টেলিভিশন লুটপাট করে। এই মামলায় জড়িত থাকার অভিযোগে ফজলে রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়