১৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০২, ১৪ নভেম্বর ২০২৫

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেপ্তার

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলার ২ নম্বর আসামি সুমনকে র‌্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ।

নিহত মামুনের স্ত্রী জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর রেললাইন বটতলা এলাকায় তার স্বামীর নেতৃত্বে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের হলে যুবলীগ ক্যাডার আকতার, সুমনসহ তাদের সহযোগীরা গুলি চালায়। সেদিন প্রাণে বাঁচলেও পরবর্তীতে আকতার ও সুমন তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে আকতার ও তার সহযোগীরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে বলে দাবি করেন নিহতের স্ত্রী। পরে তিনি ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিকেলে আসামি সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় র‌্যাব-১১ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়