২২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৫, ২১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানকালে চৌধুরীবাড়ি এলাকার আদর্শ বাজারে অবস্থিত মেসার্স আলম স্টোর থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(৪)(খ) ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিনের অবৈধ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়