২২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৬, ২১ জুলাই ২০২৫

বন্দরে পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৪

বন্দরে পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৪

বন্দরে পৈতৃক সম্পত্তি বিক্রি করাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় ৩ নারীসহ ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলো হাসিনা বেগম (৫২), ডলি বেগম (৪০), আফসানা বেগম (২৫) ও সিয়াম (২০)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত বড় বোন হাসিনা বেগম বাদী হয়ে ছোট ভাই ইকবাল ওরফে লেকিন বাবু, তার স্ত্রী বকুল বেগম, তাদের দুই মেয়ে কলি বেগম ও মলি বেগমকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান বন্দর শহী মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা হাসিনা বেগম (৫২), তার ছোট দুই বোন আসমা বেগম ও ডলি বেগম ওয়ারিশ সূত্রে পাওয়া ১.২৫ শতাংশ জমি হাসিনার মেয়ে জান্নাতুল ফেরদৌসের কাছে বিক্রি করেন। জমি বিক্রির পর থেকেই ছোট ভাই ইকবাল ওরফে লেকিন বাবু, তার স্ত্রী বকুল বেগম এবং তাদের দুই মেয়ে অভিযোগের বাদিনীকে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছে। সোমবার সকালে তিনি উক্ত জায়গায় নির্মাণকাজ শুরু করলে উল্লেখিত বিবাদীরা এসে কাজ বন্ধ করে দেয়। পরে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাপজোক করতে গেলে উল্লেখিত পরিবার নির্মাণ শ্রমিকসহ উপস্থিত সবাইকে এলোপাথাড়ি মারধর করে আহত করে।

সর্বশেষ

জনপ্রিয়