২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৩, ২২ জুলাই ২০২৫

ফতুল্লার যেসব এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বুধবার

ফতুল্লার যেসব এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বুধবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত গ্যাস সরবরাহ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি।

তিতাসের এনায়েতনগর-কাশিপুর জোনাল অফিসের ব্যবস্থাপক এবং অ্যাবিবি-নারায়ণগঞ্জ-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি ট্রায়াল শাটডাউন কার্যক্রমের অংশ হিসেবে ১২ ইঞ্চি × ১৪০ পিএসআইজি ভালভ, মুক্তারপুর ডিআরএস-এর ইনলেট ভালভ এবং ১২ ও ৮ ইঞ্চি ইন্টারলিংক ভালভ বন্ধ রাখা হবে। ফলে নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাটডাউন চলাকালে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলেও জানানো হয়।

তিতাস গ্যাস গ্রাহকদের সচেতনতা, ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ

জনপ্রিয়