বন্দরে বিপুল পরিমানের গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানটি চালায়।
গ্রেফতারকৃতরা হলেন: বরিশালের কাজিরহাট থানার ইসমাইল খানের ছেলে পিকআপ ড্রাইভার ইমরান (২৩), বাগেরহাটের কচুয়া থানার সোলেমান ফকিরের ছেলে মো. আলমগীর (২৫), কুমিল্লা সদর দক্ষিণের হারুন মিয়ার ছেলে মোটরসাইকেল চালক মো. মাসুম (২৮)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে পিকআপে করে বহন করছিল। তাদের সহযোগিতায় মোটরসাইকেল চালিয়ে মাসুম রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নজরে রেখে ‘গাইড’ দিচ্ছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তাদের কাছ থেকে গাঁজাবাহী পিকআপ, একটি মোটরসাইকেল ও সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।