রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজের নামে স্কুলের নামকরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নতুন নামকরণ করা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজের নামে। রোববার (২০ জুলাই) এ নতুন নামফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
তিনি বলেন, শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ নতুন নামকরণ করা হয়েছে। বিদ্যালয়টি এখন থেকে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত হবে।
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ গত বছরের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত হন। শহীদ ফারহানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।
শহীদ ফাইয়াজের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে দোয়া ও স্মরণসভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। তিনি বলেন, “ফারহান ফাইয়াজ আমাদের জাতির এক অমূল্য সম্পদ, যিনি সাহস, আত্মত্যাগ ও আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। আজকের শিশুরা যেন তাঁর মতো সাহসী ও দেশপ্রেমিক হয়ে ওঠে- এই বিদ্যালয় তাদের সেই অনুপ্রেরণা জোগাবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “একজন শিশুর আত্মত্যাগ আমাদের সকলের দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। শহীদ ফারহানের এই স্মৃতি প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শহীদ ফারহান ফাইয়াজ একটি চেতনার নাম। এ বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়—এটি হবে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের প্রেরণাস্থল।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।