বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জামায়াতের দোয়া

ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের স্মরণে দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।
সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতায় দোয়ার আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কর্মচারীসহ অনেকে নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন। আমরা নিহত এবং আহতদের জন্য শোক জানাচ্ছি। যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহতায়ালা শহিদী মর্যাদা দান করুন এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সেইসাথে আবাসিক এরিয়াতে এই ধরনের ট্রেনিং ব্যবস্থা না করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। একই সাথে গুরুতর আহত রোগীদের রক্তের প্রয়োজনে আমরা এগিয়ে যাবো।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ সদর-বন্দর (৫ আসন) এর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
দোয়ার পূর্বে তিনি বলেন, সকল ধরনের দুর্ঘটনা ধৈর্য ধারণের শিক্ষা দেয়। আহত এবং নিহতদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহতায়ালার কাছে ফরিয়াদ যারা নিহত হয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন (আমিন)।
উক্ত দোয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।