উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মাসুদুজ্জামানের শোক প্রকাশ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। জীবনের শুরুতেই যেন কোনো শিশুকে এমন ভয়াবহতার মুখোমুখি না হতে হয়। ছোট ছোট শিশুদের আগুনে দগ্ধ শরীর দেখছি —একজন বাবা হিসেবে এই দৃশ্য সহ্য করা কঠিন।"
শোকবার্তায় মাসুদুজ্জামান মাসুদ আল্লাহর দরবারে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য দিন, আহতদের সুস্থ করে দিন এবং নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”